ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের। অতি প্রয়োজনীয় সাধারন কিছু তথ্য
সাধারন নির্ধেশিকাগুলো নিচেঃ এছাড়াও আপনাদের আরও প্রয়োজনীয় কিছু লিঙ্কঃ
- অতি জরুরী সাধারন কিছু প্রয়োজনীয় তথ্য (ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের)।
- স্টুডেন্ট পোর্টালে , টিউশন/ ফী চেক করার নিয়ম।
- ড্যাফোডিল ইউনিভার্সিটির ওয়েভার বা বৃত্তি । চেক করার পদ্ধতি। বিস্তারিত।
- ড্যাফোডিল ইউনিভার্সিটির মার্কসীট/ ট্রান্সক্রিপ্ট/ সার্টিফিকেট/কনভোকেশন এর জন্য আবেদন ।
- ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট পেমেন্ট পদ্ধতিগুলো।
- ভিডিও রিজিউম বা সিভি কি ও গুগল সাইট তৈরি ?
- রেজিস্ট্রেশন চেক, সেমিস্টার ড্রপ ইত্যাদির নিয়মাবলী।
মুল পোস্টঃ
![]() |
DIU -FAQ.abcbanglabd |
আপনি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী হউন বা চলতি শিক্ষার্থী হউন, আপনার ড্যাফোডিল শিক্ষা জীবনে যে তথ্যগুলো আপনার নিজ প্রয়োজনে আপানকে জানতেই হবে।
আসলে আরেকটু পরিষ্কার করি; এমন কিছু বিষয় আছে যাকে
FAQ (Frequently Ask Question) নামে বলা হয়।
-------------------------------------------------------------------
FAQ-Daffodil International University
(Frequently Ask Question)নির্ধেশিকাঃ বা নিয়মগুলোঃ
১) পরীক্ষার/রেজিস্ট্রেশনের ক্লিয়ালেন্স পূনরায় উত্তলোন করলেঃ
৫০/-(পঞ্চাশ) টাকা এ্যাকাউন্টসে জমা করে জমা রশীদসহ দায়িত্বরত এ্যাকাউন্টস অফিসারের কাছে দেখাতে হবে এবং ক্লিয়ালেন্স পূনরায় উত্তলোন করা যাবে।
২) পরীক্ষা (ইম্পুভমেন্ট /রি-টেক ) দেওয়ার জন্যঃ
প্রথমে পরীক্ষার পর নোটিশ দেখে; ডিপার্টমেন্ট অফিস থেকে ফরম সংগ্রহ করে , ঐ সাবজেক্টের মোট ফি-র উপর; মিড টার্মের জন্য ৪০%( শুধুমাত্র বৈধ মেডিকেল সার্টিফিকেট থাকলে) ও সেঃ ফাইনালের জন্য ৬০% ফি এ্যাকাউন্টস/ক্যাশে জমা করে ও ফরম ফরম পূরন করে জমা রশীদসহ দায়িত্বরত এ্যাকাউন্টস অফিসারের কাছে জমা করে ওনার স্বাক্ষার /সাইন করার পর পূনরায় ডিপার্টমেন্ট অফিস জমা করে ডিপার্টমেন্ট অফিস থেকে পরীক্ষার অনুমতি পত্র সংগ্রহ করতে হবে।
যেমনঃ Course Code/Title হল MAT:1122 এর মোট ফি=১২,০০০/-টাকা এর ৪০%= ৪,৮০০/- ও ৬০%= ৭,২০০/- টাকা)
উল্লেখ্য, এখানে কোন ওয়েভার কার্যকর নয়।
---------------------------------------------------------------------------------
লেট রেজিস্ট্রেশনের শেষ তারিখের ০৭ দিনের মধ্যে করা যাবে।
বিস্তারিত জানতে উক্ত সময়ের মধ্যে ডিপার্টমেন্ট কো-অরডিনেটর অফিসারের সাথে যোগাযোগ করতে হবে।
বিস্তারিত জানতে উক্ত সময়ের মধ্যে ডিপার্টমেন্ট কো-অরডিনেটর অফিসারের সাথে যোগাযোগ করতে হবে।
খ) সঠিক সময়ে ড্রপ দিলে প্রথম ০২ সেমিস্টার কোন ফী দিতে হয় না। তবে সঠিক উপায়ে না করলে সেমিস্টার ড্রপের পর পূনরায় সেমিস্টার আরম্ভ করাার নিয়মঃ ০১ সেমিস্টার ড্রপের জন্য ড্রপ ফি =১,০০০/-(এক হাজার), ০২ সেমিস্টার ড্রপের জন্য =২,০০০/-(দুই হাজার) টাকাসহ + পূর্বের বকেয়া*(যদি থাকে)+ নতুন সেমিস্টার রেজিঃ ফি* জমা করতে হবে।
গ) পরপর ০৩ সেমিস্টার ড্রপের জন্য ড্রপ ফি = ৫,০০০/-(পাঁচ হাজার) এবং পূবে উল্লেখিত ফি(*) সহ রি- এ্যাডমিশন ফরম পূরন করে অনুমতি পেলে, অনুমতির মূল পেপার+ সকল বকেয়া পরিশোধের রশীদসহ দায়িত্বরত এ্যাকাউন্টস অফিসারের ডেস্কে জমা করলে এ্যাকাউন্টস অফিসার রেজিস্ট্রেশনের ক্লিয়ালেন্স পেপার প্রদান করবে, এবং রেজিস্ট্রেশনের জন্য ডিপার্টমেন্ট অফিস যোগাযোগ করতে হবে।
অনুমতির ০১ কপি করে: এ্যাকাউন্টস+ এ্যাডমিশন+ ডিপার্টমেন্ট অফিসে জমা করতে হবে।
অনুমতির ০১ কপি করে: এ্যাকাউন্টস+ এ্যাডমিশন+ ডিপার্টমেন্ট অফিসে জমা করতে হবে।
--------------------------------------------------------------------------------
০৪) কোর্স এ্যাড/ড্রপ করতেঃ
নির্দ্দিষ্ট সময়ের ভিতরে সম্ভব। বিস্তারিত যোগাযোগঃ আপনার ডিপার্টমেন্ট অফিস (রেজিস্ট্রেশনের শেষ তারিখের ০৭ দিনের মধ্যে )।
---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
০৫) টেস্টিমোনিয়াল/ প্রত্যয়ন পত্র উত্তোলনঃ
৫০/- (পঞ্চাশ) টাকা এ্যাকাউন্টস জমা করে ১ কপি দরখাস্থ+ জমা রশীদসহ দায়িত্বরত ডিপার্টমেন্ট অফিসারের কাছে জমা করতে হবে।
--------------------------------------------------------------------------------
০৬) ই-মেইল ভূল /পাসওয়ার্ড ভূল/ লাইব্রেরী জরিমানাঃ
আইটি/ লাইব্রেরীতে দায়িত্বরত অফিসারদের কাছে নিয়ম ও ফি/ জরিমানা জেনে এ্যাকাউন্টস টাকা জমা করে জমা রশীদসহ আইটি/ লাইব্রেরী অফিসারের কাছে জমা করতে হবে।
---------------------------------------------------------------------------
০৭) ক) প্রোগ্রাম পরিবর্তনঃ বিষয়/ প্রোগ্রাম পরিবর্তনঃ
প্রথমে ডিপার্টমেন্ট অফিসে বা অ্যাডমিশন বা/ ভর্তি অফিস থেকে নিদিষ্ট ফরম সংগ্রহ করে।
পরে যা করতে হবে
পূর্বের বকেয়া (যদি থাকে) , প্রগ্রাম পরিবর্তন ফী ৫,০০০/- টাকা, নতুন প্রগ্রামে যদি ভর্তি ফী বেশি হয় সেই ফী সহ এ্যাকাউন্টস অফিসে জমা করে ,
পরিশোধের রশীদসহ দায়িত্বরত এ্যাকাউন্টস অফিসারের ডেস্কে জমা করলে এ্যাকাউন্টস অফিসারের স্বাক্ষর হলে ,
পরে হেড, ডিন অফিসের স্বাক্ষর নিয়ে রেজিস্টার অফিসে জমা করতে হবে। রেজিস্টার অফিস অনুমোদন করলে
অনুমোদনের ক্লিয়ালেন্স পেপারসহ ডিপার্টমেন্ট অফিস যোগাযোগ করতে হবে।অনুমতির ০১ কপি করে: এ্যাকাউন্টস+ এ্যাডমিশন+ ডিপার্টমেন্ট অফিসে জমা করতে হবে।
পরে যা করতে হবে
পূর্বের বকেয়া (যদি থাকে) , প্রগ্রাম পরিবর্তন ফী ৫,০০০/- টাকা, নতুন প্রগ্রামে যদি ভর্তি ফী বেশি হয় সেই ফী সহ এ্যাকাউন্টস অফিসে জমা করে ,
পরিশোধের রশীদসহ দায়িত্বরত এ্যাকাউন্টস অফিসারের ডেস্কে জমা করলে এ্যাকাউন্টস অফিসারের স্বাক্ষর হলে ,
পরে হেড, ডিন অফিসের স্বাক্ষর নিয়ে রেজিস্টার অফিসে জমা করতে হবে। রেজিস্টার অফিস অনুমোদন করলে
অনুমোদনের ক্লিয়ালেন্স পেপারসহ ডিপার্টমেন্ট অফিস যোগাযোগ করতে হবে।অনুমতির ০১ কপি করে: এ্যাকাউন্টস+ এ্যাডমিশন+ ডিপার্টমেন্ট অফিসে জমা করতে হবে।
অনুমতি পেলে;
অনুমতির ০১ কপি করে: এ্যাকাউন্টস+ এ্যাডমিশন+ ডিপার্টমেন্ট অফিসে (হল অফিসে-যদি থাকে) জমা করতে হবে ।
খ) অন্যান্য ফিঃ
উল্লেখ্যে, যদি নতুন বিষয়ে ভর্তি ফি পূর্বের বিষয়ের ভর্তির ফির চেয়ে বেশি হয় তাহলে সেই ফি পরিশোধ করতে হবে ।
গ) খরচঃ
নতুন ব্যাচের যে ফি/খরচ সে অনুযায়ী ফি/খরচ হবে।
ঘ) ওয়েভারঃ
যদি পূর্বের আইডিতে সর্বশেষ সেমিস্টার রেজাল্টে ওয়েভার থাকে তাহলে নতুন আউডিতে ওয়েভার পূর্বের মত চলতে থাকতে।
----------------------------------------------------------------------------
০৮) আইডি কার্ড/ ফিতা/রিবন পূনরায় উত্তলোনঃ
আইডি কার্ডের জন্য আইটি অফিস ও ফিতা/রিবন জন্য স্টোর অফিস থেকে নিয়ম ও ফি জেনে এ্যাকাউন্টস ফি জমা করে জমা রশীদসহ আইটি /স্টোর অফিসে ফরম জমা করতে হবে।
০৯) ট্রান্সক্রিপ্ট/ সার্টিফিকেটঃ
( অনলাইনে Student Portal-এ)সঠিক ভাবে আবেদন করার আগে)
( অনলাইনে Student Portal-এ)সঠিক ভাবে আবেদন করার আগে)
নিম্মোক্ত ফি পরিশোধ করেঃ
আবেদনের পর এক্সাম অফিস ও ডিপার্টমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে।
ফি সমূহঃ আংশিক ট্রান্সক্রিপ্ট ফি ৫০/ (পঞ্চাশ), ফাইনাল ডিফেন্সের পর মূল ট্রান্সক্রিপ্ট ফি
=৩০০/-(তিন শত)। ফাইনাল ডিফেন্সের পর প্রভিশনাল সার্টিফিকেট ফি ১,০০০/-(এক হাজার) কনভোকেশনের পর মূল সার্টিফিকেট ফি =৬,০০০/-(ছয় হাজার)
( কনভোকেশন ফী সহ)
____________________________________________________
কনভোকেশন ফী সিঙ্গেল ডিগ্রি ৬০০০/- , ডাবল ডিগ্রি ৯০০০/-
(যেমনঃ একসাথে বিবিএ+এমবিএ)
(যেমনঃ একসাথে বিবিএ+এমবিএ)
গেস্টের ক্ষেত্রে পিতামাতা/স্বামী/স্ত্রী ( যেকোনো ০২ জন ), ০১ জন ১,০০০/- বা ০২ জন ১,৫০০/-।
_____________________________
আংশিক ট্রান্সক্রিপ্ট = ৫০/ -টাকা।
আংশিক জরুরী ট্রান্সক্রিপ্ট = ৩০০ / --টাকা।
চূড়ান্ত কপি (ডিগ্রি শেষ হওয়ার পরে):
চূড়ান্ত/মুল ট্রান্সক্রিপ্ট সাধারন = ৩০০ / --টাকা।
চূড়ান্ত/মুল ট্রান্সক্রিপ্ট জরুরী: = ৫০০ / - -টাকা।
সেমিস্টার অনুসারে ট্রান্সক্রিপ্ট = ১,২০০ / --টাকা
প্রভিশনাল সার্টিফিকেট (অস্থায়ী) = ১,০০০ / --টাকা
মুল সার্টিফিকেট = ৬,০০০ / - টাকা
আংশিক জরুরী ট্রান্সক্রিপ্ট = ৩০০ / --টাকা।
চূড়ান্ত কপি (ডিগ্রি শেষ হওয়ার পরে):
চূড়ান্ত/মুল ট্রান্সক্রিপ্ট সাধারন = ৩০০ / --টাকা।
চূড়ান্ত/মুল ট্রান্সক্রিপ্ট জরুরী: = ৫০০ / - -টাকা।
সেমিস্টার অনুসারে ট্রান্সক্রিপ্ট = ১,২০০ / --টাকা
প্রভিশনাল সার্টিফিকেট (অস্থায়ী) = ১,০০০ / --টাকা
মুল সার্টিফিকেট = ৬,০০০ / - টাকা
----------------------------------------------------------------------------
সুত্র সংগ্রহ_
সুত্র সংগ্রহ_
( abcbanglabd.com)_ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্টদের_ সুবিধার্থে।
কোন মন্তব্য নেই