০৪
) আপনি অন্যান্য হিসাব খাতে কত টাকা জমা করেন সেটি দেখাবে । যেমনঃ লেট ফী , জরিমানা,
পরিক্ষা উন্নয়ন ফী , ইত্তাদি নামক হিসাব গুলো ।
০৫) লেনদেনের তারিখ দেখাবে
।
০৬)
টাকা কোন মোডে দেখাবে, মানে ক্যাশ হলে ডি আই উ, আশুলিয়া , ইত্যাদি দেখাবে, বিকাশ হলে
বিকাশ দেখাবে , ব্যাংক হলে বাঙ্কের নাম দেখাবে ।
০৭)
খাতের নামগুলো দেখাবে । এক্ষেত্রে মনে রাখতে হবে খাতের নাম সফটওয়্যারে অটোমেটিক হিহাব
করে নিবে । মানে , সফটওয়্যারে আপানর কোন ফী থেকে আগের বকেয়া কেটে নিবে সেটি সে ক্রমান্বয়ে
করবে ।
০৮)
দেখুন ৪-১-২০১৬ তে ৫৯,৩০০/- জমা করে । কিন্তু সফটওয়্যারে সেটি ০৫ টি হেডে দেখাচ্ছে
। অনেকই এই বিষয়টি বুজে না ।
জরুরী নোট:
০১) বিবিএ প্রোগ্রামের
ক্ষেত্রে ২ টি ল্যাব ফী ২০০০+২০০০= ৪,০০০/- টাকা। এই ৪০০০/- হাজারের মধ্যে ভর্তির
সময় ২০০০/- নেওয়া হয়। বাকি ২০০০/- প্রথম সেমিস্টারথেকেইআপনার ফী থেকে বেশি/ অগ্রিম দেখাবে। যা,০২সেমিস্টারে সমন্বয় হয়ে যাবে।
০২) ইংলিশপ্রোগ্রামের ক্ষেত্রে ৩
টি ল্যাব ফী ২০০০+২০০০+২০০০= ৬০০০/-।এই ৬,০০০/- হাজারের মধ্যে ভর্তির সময় ২০০০/- নেওয়া হয়।
বাকি ৪,০০০/- প্রথম সেমিস্টারথেকেইআপনার ফী থেকে বেশি/ অগ্রিম দেখাবে।
পরে তা ২য়সেমিস্টারওআপনার ফী থেকে২,০০০/-টাকাবেশি/ অগ্রিম দেখাবে।
যা, পরবর্তী ০২ ও০৩সেমিস্টারে ২০০০+২০০০ হারে সমন্বয় হয়ে যাবে।
সুতরাং , বুজা যায় আপনি বকেয়া চেক করতে গেলে যদিবিবিএ এর প্রথম সেমিস্টারে হলে২০০০/-পোর্টালে বেশি দেখাবে ।
অনুরূপ ইংলিশেওপ্রথমে সেমিস্টারে হলে ৪০০০/-২য়সেমিস্টার ২০০০/-পোর্টালে বেশি/অগ্রিম দেখাবে।
উক্ত প্রোগ্রামের ও উক্ত সেমিস্টারের স্টুডেন্ট হলে
উপরে দেখানো নিয়ম অনুযায়ী হিসাব করবেন ।
০১ টি উদাহরনঃ ধরুনপ্রথমসেমিস্টার ইংলিশঃমিডটার্মে / ফাইনালে যেই হিসাবটা দেখাবেতার থেকে ৪০০০/- আপনার সঠিক বকেয়া । দ্বিতীয়সেমিস্টার ইংলিশঃমিডটার্মে / ফাইনালে যেই হিসাবটা দেখাবেতার থেকে ২০০০/- আপনার সঠিক বকেয়া । প্রথমসেমিস্টারবিবিএঃমিডটার্মে /ফাইনালে যেই হিসাবটা দেখাবেতার থেকে ২০০০/- আপনার সঠিক বকেয়া ।
আপনারা হয়তো সবাই
জানেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ আইটি নির্ভরবিশ্ববিদ্যালয়। আইটি নির্ভর বলার আরেকটি কারণ
হলো স্টুডেন্ট,প্রশাসনিকসহ প্রায় সমস্ত কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়।
যাইহোক ,
জানার আগ্রহ থাকলে আপনি
যেকোনো কিছুই জানতে বা শিখতে পারেন। আপনি আপনার স্টুডেন্ট পোর্টাল ব্যবহার করে
আপনার বকেয়া কত আপনার টিউশনকত জানতে পারেন ।
DIU Balance,Fees,Dues Check & Diu Portal Check .abcbanglabd
অনেকেই বলে পোর্টালবোঝেনা। কারণ কোন কিছু বুঝতে আপনার ধৈর্য
প্রয়োজন।
আর এই মাত্র ৩/৪
মিনিটেরধৈর্য্যও যদি আপনার না
থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন?
ভিডিও টিউটোরিয়ালটি
মাত্র সাড়ে তিন মিনিটের।
ভিডিও টিউটোরিয়ালটি
সংক্ষিপ্ত করার জন্য
আমি এটি অনেক কাটছাট করে করেছি।
যদি আপনি সাড়ে তিন
মিনিটের ভিডিও টি দেখেন তাহলে আপনি অবশ্যই পোর্টাল বুঝবেন।
DIU Balance,Fees,Dues Check & Diu Portal Check .abcbanglabd.com
ফি কত, আপনার রেজিস্ট্রেশন ফি কত ?আপনার কোন সেমিস্টার এর কত টাকা পাওনা বা দেনা তা আপনি জানতে পারবেন। অনেকেই বলে স্টুডেন্ট পোর্টাল ঠিক থাকে না, এ থাকে না, সেই থাকে না।
আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই তারা স্টুডেন্ট পোর্টালই বুজেনা । কারন ভুল বা
সঠিক উভয়ই বুজতে পারবেন ।
সুতরাং , কি ঠিক নাই তা
আপনি নিজেই দেখতে পারেন।
আপনার স্টুডেন্ট পোর্টালে আপনার পূর্ণাঙ্গ একাডেমিক খরচের বিস্তারিত বিবরণ দেওয়া থাকে। শুধু আপনি একবার চেষ্টা করে দেখুন । একবার শিখলে আর বুজতে/ শিখতে হবেনা ।
পোর্টালে যদি কোন কিছু আপডেট না হয়ে থাকে বা যত রেকর্ড আছে আপনি একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন।
আপনি যদি শিখতে পারেন এতে আপনার যেমন উপকার হবে তেমনি একাউন্টস অফিসেরও ভালো
DIU Balance,Fees,Dues Check & Diu Portal Check .abcbanglabd.com
১. প্রথম স্টুডেন্ট পটালে লগইন করে ড্যাশবোর্ড দেখুন।
আপনি যদি মনে করেন এটি সঠিক দেখাচ্ছে তবুও আপনি স্টুডেন্ট লেজালটি চেক করুন।
২. সেমিস্টার ধরে লেজার চেক করতে হয়।
যেই সেমিস্টার বর্তমানে চলছে অথবা যেই সেমিস্টার আপনি দেখতে পাচ্ছেন সেই সেমিস্টার ধরুন।
৩. উদাহরণস্বরূপ,
ধরি কোন এক সেমিস্টারের হিসাব বের করার জন্যঃ
লেজারের পাওনা কলাম বা ডেবিট কলামের গুলো যোগ করলে যে যোগফল টা পাওয়া যাবে সেটি হলো আমার টোটাল সেমিস্টার এর খরচ। (লক্ষ্য রাখি এখানে কি কি হিসাব গুলো থাকবে) সাধারণত সেমিস্টার শুরুর সময় রেজিস্ট্রেশন বাবদ যে ফীটা নেওয়া হয় তা সাধারণত এমন থাকে
ক) যথা সেমিস্টার ফি, এক্সট্রা কারিকুলাম ফি ,ক্যাম্পাস ডেভলপমেন্ট ফি, ল্যাব ফি যদি থাকে।
DIU Balance,Fees,Dues Check & Diu Portal Check .abcbanglabd.com
খ) তারপর থাকবে টিউশন ফি। এর সাথে থাকবে ও ওয়েবার নামক শিরোনাম (যদি থাকে)।
এবার দেখুন আপনি যে টাকাগুলো পরিশোধ করলেন সেগুলো পরিশোধ কলামের দেখাচ্ছে। (এখানে লক্ষ্য রাখুন ,সবাই এই ভুলটা করে, ধরুন আপনি জমা দিলেন ধরুন ১০ হাজার টাকা । সরাসরি ১০,০০০/- টাকা একটি শিরোনামে নাও দেখাতে পারে।
এই দশ হাজার টাকা হিসাবের সফটওয়্যার অটোমেটিক বিভিন্ন হিসাবের খাতে কেটে নেবে। আপনি পরিশোধিত কলামে একই তারিখের সবগুলো পরিশোধ কলামের গুলো যোগ করে দেখবেন ১০ হাজার টাকা আছে।
কোন মন্তব্য নেই